ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
শিক্ষা সঞ্চয় প্রকল্প (Education Savings Scheme) নীতিমালা-২০১৯
সমাজের সর্বস্তরের পেশাজীবি, চাকুরীজীবি, সদস্য-সদস্যাগণের প্রত্যেকের পিতা-মাতা হিসেবে দায়িত্ব হচ্ছে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। পিতা-মাতা হিসেবে সঠিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় সকলকেই কম বেশি আর্থিক সংকটে পড়তে হয়। খ্রীষ্টান সমাজ উন্নয়নে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সদস্য-সদস্যা, পিতা-মাতা এবং অভিভাবকদের সুবিধা মাফিক মাসিক কিস্তিতে জমাদান পূর্বক “শিক্ষা সঞ্চয় প্রকল্প” নামে একটি প্রকল্প চালু করেছে যা তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পথ সুগম করবে।
বৈশিষ্ট্য সমূহ :
- প্রকল্পের নাম : এই প্রকল্প “শিক্ষা সঞ্চয় প্রকল্প (Education Savings Scheme)-২০১৯” নামে অভিহিত হবে।
- প্রকল্পের মেয়াদকাল : এই প্রকল্পের মেয়াদকাল হবে ৫ (পাঁচ) বছর, ১০ (দশ) বছর ও ১৫ (পনের) বছর।
- প্রকল্পে জমার পরিমাণ : এই প্রকল্পের মাসিক জমার পরিমাণ হবে ২০০ (দুইশত), ৩০০ (তিনশত), ৫০০ (পাঁচশত) এবং ১০০০ (একহাজার) টাকা।
হিসাব খোলার পদ্ধতি :
- ১ (এক) মাস হতে ১৮ (আঠার) বছর বয়সী সন্তানদের নামে এ প্রকল্পে হিসাব খুলতে পারবেন।
- হিসাবধারীকে অবশ্যই ধরেন্ডা ক্রেডিট ইউনিয়ন লিঃ এর একজন ন্যূনতম সঞ্চয়ী সদস্য হতে হবে।
- আবেদনপত্রের সাথে আবেদনকারীর বাপ্তিষ্ম/অবগাহনের সার্টিফিকেট ও ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি প্রদান করতে হবে। অপ্রাপ্ত বয়স্কদের হিসাব পরিচালনার ক্ষেত্রে হিসাব পরিচালনাকারীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি প্রদান করতে হবে।
- এক জন সন্তানের নামে কেবল মাত্র একটি হিসাব খোলা যাবে। একই নামে একাধিক হিসাব খোলার ঘটনা উদঘাটিত হলে সকল হিসাব বন্ধ করার অধিকার অত্র সমিতির কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং হিসাবে কোন প্রকার সুদ প্রদান করা হবে না।
- সন্তান প্রাপ্ত বয়স্ক বা বয়স ১৮ বছর পূর্ণ হলে সমিতির পূর্ণ সদস্যপদ গ্রহণ করতে হবে এবং তা বাধ্যতামূলক।
- হিসাবের বয়স এক বছরের কম হলে কোন সুদ প্রদান করা হবে না। হিসাব খোলার ১ বছর পূর্তির পর মোট জমার ৮০% বছরে একবার শিক্ষা খরচ বহনের জন্যে টাকা উত্তোলন করা যাবে, যা ৬টি (ছয়) সম মাসিক কিস্তিতে বার্ষিক ৯% হারে সুদসহ ফেরতযোগ্য।
- হিসাব খোলার সময় নমুনা স্বাক্ষর করতে হবে এবং সন্তান প্রাপ্ত বয়স্ক হলে হিসাবকারীর আবেদনের মাধ্যমে সন্তানের নমুনা স্বাক্ষর করতে হবে।
হিসাব পরিচালনা পদ্ধতি ও নিয়মাবলী :
- এ প্রকল্পের বিপরীতে আমানতকারীকে প্রতি মাসে উল্লেখিত মূল্যমান অনুযায়ী টাকা জমা প্রদান করতে হবে।
- মাসের যে কোন তারিখে মাসিক কিস্তির টাকা জমা প্রদান করা যাবে।
- নগদে অথবা সঞ্চয়ী হিসাব থেকে স্থানান্তরের মাধ্যমে টাকা জমা করা যাবে। তবে এক্ষেত্রে প্রতিটি স্থানান্তরের জন্যে ১০.০০ (দশ) টাকা হারে স্থানান্তর ফি বাবদ সঞ্চয়ী হিসাব থেকে কর্তন করা হবে। আমানতকারীর মাসিক জমা দানের সঙ্গে সঙ্গেই পাশ বইতে লিপিবদ্ধ করে নিতে হবে।
সুদের হার (নিয়মিতদের ক্ষেত্রে) :
৫ বছর মেয়াদের ক্ষেত্রে বার্ষিক ৮.৫০%, ১০ বছর মেয়াদের ক্ষেত্রে বার্ষিক ৯.০০% ও ১৫ বছর মেয়াদের ক্ষেত্রে বার্ষিক ৯.৫০% হারে সুদ প্রদান করা হবে। অর্জিত আয়ের উপর সিডিউল ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মত আয়কর, সার্ভিস চার্জ ও ভ্যাট কর্তন করা হবে না।
৭। উত্তরাধিকারী/নমিনি :
- হিসাবধারী এক বা একাধিক ব্যক্তিকে সম্পূর্ণ বা অংশভিত্তিতে হিসাবের নমিনী নিযুক্ত করতে পারবেন।
- অপ্রাপ্ত বয়স্কদেরও নমিন নিযুক্ত করা যাবে। এক্ষেত্রে নমিনী অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হিসাবধারীর মৃত্যু হলে, আমানতের অর্থ কে গ্রহণ করবেন এতদ্সম্পর্কে লিখিতভাবে নির্দেশনা প্রদান করতে হবে। অন্যথায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের সনাক্তকরণসহ স্থানীয় পাল-পুরোহিত/পাষ্টর-এর প্রত্যায়ন পত্রের মাধ্যমে প্রাপককে আমানতের অর্থ প্রদান করা হবে।
- হিসাবধারী যে কোন সময় লিখিত আবেদনের মাধ্যমে নতুন নমিনী মনোনীত করতে পারবেন।
- নমিনীর হিসাবে স্থিতি পরিশোধের জন্য নিম্নোক্ত কাগজ পত্রাদি উপস্থাপন করতে হবে :
- হিসাবধারীর মৃত্যুর সার্টিফিকেট (মৃত্যু হলে প্রযোজ্য)
- নমিনীর আবেদন পত্র
- অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের সনাক্তকরণসহ স্থানীয় পাল-পুরোহিত/পাষ্টর-এর প্রত্যায়ন পত্রসহ নমিনীর এক কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি
আমানতকারী কর্তৃক হিসাব বন্ধ :
আমানতকারী যে কোন সময় লিখিত আবেদন করে হিসাব বন্ধ করতে পারবেন। হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে সদস্য-সদস্যাগণ শুধুমাত্র মূল অর্থ ফেরত পাবেন। তবে এক বছর পর এবং মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করতে চাইলে সমিতির সাধারণ সঞ্চয়ী হিসাবে সুদ প্রদান করা হবে।
স্থায়ী হিসাব বন্ধ হয়ে যাওয়া ও পুনঃবৈধ করণ :
হিসাবধারী পরপর ৩ (তিন) মাস মাসিক কিস্তি জমা না করলে স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে এবং এক্ষেত্রে কোন নোটিশ প্রদান করা হবে না। হিসাবের সমুদয় টাকা সদস্যের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হবে। নির্ধারিত কোন মাসিক কিস্তি জমা করা না হলে পরবর্তী মাসের সাথে বকেয়া কিস্তির টাকা জমা প্রদান করতে হবে। তবে বকেয়া জমার জন্যে শতকরা ৫ টাকা জরিমানা টাকা জরিমানা প্রদান করলে হিসাব পুনঃ বৈধ বলে গণ্য হবে। স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হিসাবের ক্ষেত্রে সর্বশেষ কিস্তি অর্থ জমাদানের তারিখ (সুদের হার নিয়মিত ক্ষেত্রে) অনুযায়ী প্রাপ্য হবেন। বন্ধ হিসাবের অর্থ সদস্য-সদস্যাদের সঞ্চয়ী হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। বন্ধ হিসাবের ক্ষেত্রে সদস্য-সদস্যার সাড়া পাওয়া না গেলে হিসাবধারীর সঞ্চয়ী হিসাবে পরিশোধিত হবে এবং এক্ষেত্রে নোটিশ প্রদান করা হবে না। প্রতিটি হিসাব বন্ধের জন্য ১০০ (একশত) টাকা হারে সার্ভিস চার্জ প্রদেয় হবে।
হিসাবের বিপরীতে ঋণ সুবিধা প্রদান :
হিসাবের মেয়াদকাল ৫ বছর পূর্ণ হলে হিসাবধারী ইচ্ছা করলে তার হিসাবের বিপরীতে সন্তানদের শুধুমাত্র শিক্ষা খরচ মেটানোর জন্য মোট জমার ৮০% সর্বোচ্চ ৬/১২ মাসের মধ্যে পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে উক্ত ঋণের বিপরীতে সমিতিতে তাকে কোন সুদ প্রদান করতে হবে না এবং সমিতির পক্ষ হতেও কোন সুদ প্রদান করা হবে না। হিসাবধারীর সন্তান উচ্চ মাধ্যমিক পাশ অথবা হিসাবের মেয়াদ ৫ বছর পূর্ণ করার পর তাকে জমার বিপরীতে দ্বিগুণ ঋণ প্রদান করা যাবে এবং এক্ষেত্রে ঋণের জামিন প্রদান করতে হবে ও ঋণ গ্রহণের পরবর্তী মাস হতে সমিতি কর্তৃক প্রদেয় সুদের হারের চেয়ে ১% বেশি সুদ প্রদান সাপেক্ষে কিস্তির টাকা ফেরত দিতে হবে এবং ঋণের অন্যান্য সাধারণ নিয়মাবলী এক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে হিসাবধারী সন্তানকে অবশ্যই অত্র সমিতির একজন সদস্য হতে হবে।
বিশেষ নির্দেশাবলী :
- এই হিসাবের বিপরীতে কোন চেক বই প্রদান করা হবে না।
- হিসাবধারী শুধুমাত্র নিজ নিজ সন্তানদের জন্য ও তাদের নামে হিসাব খুলতে পারবেন।
- অপ্রাপ্ত বয়স্কদের হিসাব পরিচালনাকারীর মৃত্যু হলে পাল-পুরোহিত/পালক দ্বারা সনাক্তকরণ-এর পর কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে হিসাবের নামধারী (সন্তান) হিসাব পরিচালনা করতে পারবেন।
- জমার পরিমাণ পরিবর্তনযোগ্য নয়।
- উভয়ে অর্থাৎ হিসাব পরিচালনাকারী ও হিসাবধারী সন্তান মৃত্যুবরণ করলে উত্তরাধিকারীগণ অর্থ প্রাপ্য হবেন। তবে পাল-পুরোহিত এবং ইউনিয়নের চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক উত্তরাধিকারী সনাক্তকরণ সাপেক্ষে উত্তরাধিকারীগণ অর্থ প্রাপ্য হবেন।
- হিসাব খোলার সময় সদস্য-সদস্যা প্রকল্পের নিয়মাবলী যথাযথ প্রতিপালন করবেন এই মর্মে ঘোষণা প্রদান করবেন।
- নিয়মিত হিসাবধারীদের হিসাবের বিপরীতে কোন প্রকার সার্ভিস চার্জ আদায় করা হবে না।
- পাশ বই সযত্নে রাখতে হবে ও প্রতিবার জমার সময় পাশবই অফিস দ্বারা লিখিয়ে নিতে হবে এবং প্রতিবার জমার সময় পাশবই রশিদের সঙ্গে নিজ দায়িত্বে মিলিয়ে নিতে হবে। পাশবই হারিয়ে গেলে বা গড়মিল পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে ক্রেডিট ইউনিয়নের ম্যানেজারকে অবগত করতে হবে।
এই নীতিমালা সময় সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিযোজন করার ক্ষমতা সংরক্ষণ করেন।