DCCCUL Logo
Banner
DCCCUL Founder
Home Products Gallery Download Notice Contact Us

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)

শিক্ষা সঞ্চয় প্রকল্প (Education Savings Scheme) নীতিমালা-২০১৯

সমাজের সর্বস্তরের পেশাজীবি, চাকুরীজীবি, সদস্য-সদস্যাগণের প্রত্যেকের পিতা-মাতা হিসেবে দায়িত্ব হচ্ছে সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করা। পিতা-মাতা হিসেবে সঠিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অনেক সময় সকলকেই কম বেশি আর্থিক সংকটে পড়তে হয়। খ্রীষ্টান সমাজ উন্নয়নে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সদস্য-সদস্যা, পিতা-মাতা এবং অভিভাবকদের সুবিধা মাফিক মাসিক কিস্তিতে জমাদান পূর্বক “শিক্ষা সঞ্চয় প্রকল্প” নামে একটি প্রকল্প চালু করেছে যা তাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পথ সুগম করবে।

বৈশিষ্ট্য সমূহ :
হিসাব খোলার পদ্ধতি :
হিসাব পরিচালনা পদ্ধতি ও নিয়মাবলী :
সুদের হার (নিয়মিতদের ক্ষেত্রে) :

৫ বছর মেয়াদের ক্ষেত্রে বার্ষিক ৮.৫০%, ১০ বছর মেয়াদের ক্ষেত্রে বার্ষিক ৯.০০% ও ১৫ বছর মেয়াদের ক্ষেত্রে বার্ষিক ৯.৫০% হারে সুদ প্রদান করা হবে। অর্জিত আয়ের উপর সিডিউল ব্যাংক, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মত আয়কর, সার্ভিস চার্জ ও ভ্যাট কর্তন করা হবে না।

৭। উত্তরাধিকারী/নমিনি :
আমানতকারী কর্তৃক হিসাব বন্ধ :

আমানতকারী যে কোন সময় লিখিত আবেদন করে হিসাব বন্ধ করতে পারবেন। হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে সদস্য-সদস্যাগণ শুধুমাত্র মূল অর্থ ফেরত পাবেন। তবে এক বছর পর এবং মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করতে চাইলে সমিতির সাধারণ সঞ্চয়ী হিসাবে সুদ প্রদান করা হবে।

স্থায়ী হিসাব বন্ধ হয়ে যাওয়া ও পুনঃবৈধ করণ :

হিসাবধারী পরপর ৩ (তিন) মাস মাসিক কিস্তি জমা না করলে স্বয়ংক্রিয়ভাবে তা বন্ধ হয়ে যাবে এবং এক্ষেত্রে কোন নোটিশ প্রদান করা হবে না। হিসাবের সমুদয় টাকা সদস্যের সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হবে। নির্ধারিত কোন মাসিক কিস্তি জমা করা না হলে পরবর্তী মাসের সাথে বকেয়া কিস্তির টাকা জমা প্রদান করতে হবে। তবে বকেয়া জমার জন্যে শতকরা ৫ টাকা জরিমানা টাকা জরিমানা প্রদান করলে হিসাব পুনঃ বৈধ বলে গণ্য হবে। স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হিসাবের ক্ষেত্রে সর্বশেষ কিস্তি অর্থ জমাদানের তারিখ (সুদের হার নিয়মিত ক্ষেত্রে) অনুযায়ী প্রাপ্য হবেন। বন্ধ হিসাবের অর্থ সদস্য-সদস্যাদের সঞ্চয়ী হিসাবের মাধ্যমে পরিশোধ করা হবে। বন্ধ হিসাবের ক্ষেত্রে সদস্য-সদস্যার সাড়া পাওয়া না গেলে হিসাবধারীর সঞ্চয়ী হিসাবে পরিশোধিত হবে এবং এক্ষেত্রে নোটিশ প্রদান করা হবে না। প্রতিটি হিসাব বন্ধের জন্য ১০০ (একশত) টাকা হারে সার্ভিস চার্জ প্রদেয় হবে।

হিসাবের বিপরীতে ঋণ সুবিধা প্রদান :

হিসাবের মেয়াদকাল ৫ বছর পূর্ণ হলে হিসাবধারী ইচ্ছা করলে তার হিসাবের বিপরীতে সন্তানদের শুধুমাত্র শিক্ষা খরচ মেটানোর জন্য মোট জমার ৮০% সর্বোচ্চ ৬/১২ মাসের মধ্যে পরিশোধের শর্তে ঋণ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে উক্ত ঋণের বিপরীতে সমিতিতে তাকে কোন সুদ প্রদান করতে হবে না এবং সমিতির পক্ষ হতেও কোন সুদ প্রদান করা হবে না। হিসাবধারীর সন্তান উচ্চ মাধ্যমিক পাশ অথবা হিসাবের মেয়াদ ৫ বছর পূর্ণ করার পর তাকে জমার বিপরীতে দ্বিগুণ ঋণ প্রদান করা যাবে এবং এক্ষেত্রে ঋণের জামিন প্রদান করতে হবে ও ঋণ গ্রহণের পরবর্তী মাস হতে সমিতি কর্তৃক প্রদেয় সুদের হারের চেয়ে ১% বেশি সুদ প্রদান সাপেক্ষে কিস্তির টাকা ফেরত দিতে হবে এবং ঋণের অন্যান্য সাধারণ নিয়মাবলী এক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে হিসাবধারী সন্তানকে অবশ্যই অত্র সমিতির একজন সদস্য হতে হবে।

বিশেষ নির্দেশাবলী :



এই নীতিমালা সময় সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিযোজন করার ক্ষমতা সংরক্ষণ করেন।