DCCCUL Logo
Banner
DCCCUL Founder
Home Products Gallery Notice Contact Us

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)

“উচ্চ শিক্ষা সহায়তা ঋণ নীতিমালা-২০১২”
(Higher Education Loan Policy 2012)

ক) অবতরণিকা :

ক্রেডিট ইউনিয়নের উপ-আইনে উল্লেখিত ক্রেডিট ইউনিয়নের কার্য এলাকার মধ্যে ধরেন্ডা ধর্মপল্লীর মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ আর্থিক সহযোগিতা করার লক্ষ্যে বিগত ২০/০৪/২০১২ খ্রীঃ তারিখে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে, “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ প্রকল্প” এর আওতায় ঋণ প্রদান করা হবে। উক্ত প্রকল্পের আওতায় ঋণ প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা দরকার হওয়ায় ক্রেডিট ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট মিঃ রবার্ট প্রদীপ রোজারিওকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মিঃ প্রকাশ উইলিয়াম গমেজ ও মিঃ নয়ন জি রোজারিও। উক্ত কমিটি বিভিন্ন তথ্য ও উপাত্ত যাচাই বাছাই করে ‘‘উচ্চ শিক্ষা সহায়তা ঋণ নীতিমাল ” তৈরী করেন এবং উক্ত নীতিমালা অনুমোদন দেয়ার জন্য ০১/০৬/২০১২ খ্রীঃ তারিখের ব্যবস্থাপনা ও অন্যান্য কমিটির বিশেষ সভায় উপস্থাপন করা হয়।

খ) নীতিমালার নামকরণ :

উক্ত প্রকল্প “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ নীতিমালা-২০১২” নামে অভিহিত হবে।

গ) প্রকল্পের উদ্দেশ্য :

ক্রেডিট ইউনিয়নের সদস্য/সদস্যা বা তাদের ছেলেমেয়ে বা ধর্মপল্লীর ছাত্র/ছাত্রী যারা মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেয়ার মাধ্যমে দেশে-বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত, উচ্চত্তর পেশাগত কাজে দক্ষতা, যুগোপযোগী মানব সম্পদ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নসহ সমবায়ের মন্ত্রে দীক্ষিত সদস্য/সদস্যাদের মাঝে নতুনভাবে অনুপ্রেরণা ও উদ্যম সৃষ্টির প্রয়াসে সমাজ উন্নয়নে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র/ছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার সুযোগ দেয়াই এ প্রকল্পের উদ্দেশ্য।

ঘ) ঋণ আবেদনকারীর যোগ্যতা :
ঙ) ঋণের সাধারণ নিয়মাবলী :
চ) জামিন :
ছ) ঋণ পরিশোধের শর্তাবলী :
জ) ঋণ অনুমোদন প্রক্রিয়া :
ঝ) বিশেষ জ্ঞাতব্য :
ঞ) সংরক্ষণ :

উক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা কমিটি প্রয়োজন বোধে সংশোধন, সংযোজন, বিযোজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।



উক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা ও অন্যান্য কমিটির ০১/০৬/২০১২ খ্রীঃ তারিখের বিশেষ সভায় অনুমোদিত এবং ১ জুলাই, ২০১২ খ্রীঃ হতে কার্যকর।