ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
“উচ্চ শিক্ষা সহায়তা ঋণ নীতিমালা-২০১২”
(Higher Education Loan Policy 2012)
ক) অবতরণিকা :
ক্রেডিট ইউনিয়নের উপ-আইনে উল্লেখিত ক্রেডিট ইউনিয়নের কার্য এলাকার মধ্যে ধরেন্ডা ধর্মপল্লীর মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ আর্থিক সহযোগিতা করার লক্ষ্যে বিগত ২০/০৪/২০১২ খ্রীঃ তারিখে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত হয় যে, “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ প্রকল্প” এর আওতায় ঋণ প্রদান করা হবে। উক্ত প্রকল্পের আওতায় ঋণ প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা দরকার হওয়ায় ক্রেডিট ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট মিঃ রবার্ট প্রদীপ রোজারিওকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মিঃ প্রকাশ উইলিয়াম গমেজ ও মিঃ নয়ন জি রোজারিও। উক্ত কমিটি বিভিন্ন তথ্য ও উপাত্ত যাচাই বাছাই করে ‘‘উচ্চ শিক্ষা সহায়তা ঋণ নীতিমাল ” তৈরী করেন এবং উক্ত নীতিমালা অনুমোদন দেয়ার জন্য ০১/০৬/২০১২ খ্রীঃ তারিখের ব্যবস্থাপনা ও অন্যান্য কমিটির বিশেষ সভায় উপস্থাপন করা হয়।
খ) নীতিমালার নামকরণ :
উক্ত প্রকল্প “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ নীতিমালা-২০১২” নামে অভিহিত হবে।
গ) প্রকল্পের উদ্দেশ্য :
ক্রেডিট ইউনিয়নের সদস্য/সদস্যা বা তাদের ছেলেমেয়ে বা ধর্মপল্লীর ছাত্র/ছাত্রী যারা মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল তাদেরকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেয়ার মাধ্যমে দেশে-বিদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে উপযুক্ত, উচ্চত্তর পেশাগত কাজে দক্ষতা, যুগোপযোগী মানব সম্পদ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলাই এ প্রকল্পের উদ্দেশ্য। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে আর্থ-সামাজিক উন্নয়নসহ সমবায়ের মন্ত্রে দীক্ষিত সদস্য/সদস্যাদের মাঝে নতুনভাবে অনুপ্রেরণা ও উদ্যম সৃষ্টির প্রয়াসে সমাজ উন্নয়নে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল ছাত্র/ছাত্রীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার সুযোগ দেয়াই এ প্রকল্পের উদ্দেশ্য।
ঘ) ঋণ আবেদনকারীর যোগ্যতা :
- দেশে অথবা বিদেশে উচ্চ শিক্ষা লাভের জন্যে যেমন-বি.বি.এ, এম.বি.এ, হোটেল ম্যানেজমেন্ট অথবা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রকৌশলী, ডাক্তারী, বি.এস.সি নার্সিং অথবা সমমানের উচ্চ শিক্ষা কোর্স, ডিপ্লোমা, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল কারিগরী শিক্ষা, ইলেকট্রনিক্স কারিগরি শিক্ষাসহ যে কোন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী লাভের জন্য উচ্চ শিক্ষা সহায়তা ঋণ ধরেন্ডা ধর্মপল্লীর ছাত্র/ছাত্রীদের জন্য উন্মুক্ত থাকবে, তবে আর্থিক ভাবে অস্বচ্ছল ও মেধাবী ছাত্র/ছাত্রীরা অগ্রাধীকার পাবে।
- এস.এস.সি ও এইচ.এস.সি/একাদশ ও দ্বাদশ পরীক্ষায় গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান হতে কৃতকার্য ছাত্র/ছাত্রীদেরকে যে কোন একটিতে নূন্যতম জিপিএ (এ-) এবং অপরটিতে নূন্যতম জিপিএ (বি) থাকতে হবে এবং শহর অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান হতে কৃতকার্য ছাত্র/ছাত্রীদেরকে যে কোন একটিতে নূন্যতম জিপিএ (এ+) এবং অপরটিতে নূন্যতম জিপিএ (এ) থাকতে হবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ধরণ অনুযায়ী ছাত্র/ছাত্রীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুটা শিথিলযোগ্য।
- ঋণ আবেদনকারী ছাত্র/ছাত্রী এবং তার পিতা-মাতা অথবা স্থানীয় অভিভাবক অত্র ইউনিয়নের নিয়মিত সদস্য হওয়া উক্ত ঋণ প্রাপ্তির পূর্বশর্ত বলে বিবেচিত হবে।
- যে সমস্ত ছাত্র/ছাত্রী উক্ত ঋণ পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে, তার পিতা-মাতা অথবা স্থানীয় অভিভাবক অবশ্যই গৃহীত ঋণ পরিশোধের জন্য অঙ্গীকারবদ্ধ বা দায়ী থাকবেন। পিতামাতা/অভিভাবক শুধুমাত্র একজন ঋণ আবেদনকারীর দায়িত্ব গ্রহণ করতে পারবেন।
- ঋণ আবেদনকারীকে অবশ্যই ৬ (ছয়) মাস পূর্বে অত্র ক্রেডিট ইউনিয়নে পূর্ণ সদস্যপদ থাকতে হবে।
- অত্র ইউনিয়নে অন্য কোন ধরণের ঋণ থাকা অবস্থায় “উচ্চ শিক্ষা সহায়তা” ঋণ-এর জন্য কোন সদস্য আবেদন করতে পারবেন না।
ঙ) ঋণের সাধারণ নিয়মাবলী :
- “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ” সর্বোচ্চ ১,০০,০০০/ টাকা ৮% এবং সর্বোচ্চ ৩,০০,০০০/ টাকা ১২% বার্ষিক হারে সুদে প্রদান করতে হবে।
- যে কোন ঋণের জন্য আবেদনকারী তিন (৩) মাস পূর্বের শেয়ারে ১০(দশ) গুণ হিসেবে ঋণ গ্রহণ করতে পারবেন।
- অনুমোদিত ঋণ এক বা একাধিক কিস্তিতে আবেদনকারীর সঞ্চয়ী হিসাবে অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ক্রেডিট ইউনিয়ন কর্তৃক সরাসরি জমা করতে পারবে।
- আবেদনকারীকে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ সাভার, ঢাকা-এর “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ” এর জন্য ক্রেডিট ইউনিয়নের নির্দিষ্ট আবেদন পত্র নিজ হাতে সঠিকভাবে পূরণ করে সরাসরি নিজে ক্রেডিট ইউনিয়নের অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে।
- প্রতিটি বার্ষিক/সেমিষ্টার পরীক্ষার ফলাফল বাধ্যতামূলক ভাবে ক্রেডিট ইউনিয়নকে অবহিত করতে হবে। কোর্স সমাপ্ত হওয়ার পূর্বে যদি পড়াশুনা বন্ধ বা স্থগিত করা হয়, সাথে সাথে ঋণ প্রদান বন্ধ করা হবে এবং ঋণ গ্রহীতা অথবা অঙ্গীকারকারী ব্যক্তিকে পরবর্তী মাস হতে গৃহীত ঋণ ১২% হারে সুদ সমেত মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে।
- একজন শিক্ষার্থীকে একবার “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ” প্রদান করা হবে।
- অত্র ইউনিয়নে বা অন্য কোন আর্থিক প্রতিষ্ঠানে আবেদনকারী অনিয়মিত বা ঋণ খেলাপী থাকলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।
চ) জামিন :
- আবেদনকৃত ঋণের ১০% অতিরিক্ত শেয়ার জামিন হিসেবে প্রদান করতে হবে।
- আবেদনকারীর পরিবারের যে কোন একজন সদস্যের জামিন বাধ্যতামূলক।
- সমুদয় টাকা পরিশোধ না করা পর্যন্ত জামিন কার্যকরী থাকবে।
- যদি কোন ঋণ আবেদনকারীর পিতা-মাতা ক্রেডিট ইউনিয়নের আওতা বহির্ভূত স্থানে বসবাস করেন, তাহলে ক্রেডিট ইউনিয়নের একজন পরিচিত সদস্য/সদস্যাকে স্থানীয় অভিভাবক হিসেবে জামিন প্রদান করতে হবে।
- ঋণের টাকা/চেক গ্রহণের সময় ৩০০ টাকা অথবা পরবর্তীতে সংশোধিত মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামায় বিস্তারিত তথ্যসহ পিতা-মাতা/স্থানীয় আইনগত অভিভাবককে স্বাক্ষর করতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার পর ব্যবস্থাপনা কমিটি কর্তৃক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি চেকলিষ্ট তৈরী করে সরেজমিনে তদন্তপূর্বক যাচাই-বাছাই করে “শিক্ষা উপ-কমিটির সভায় উপস্থাপন করবেন।
- ঋণের টাকা শুধুমাত্র সংশ্লিষ্ট শিক্ষার জন্যেই ব্যয় করতে হবে।
- সাধারণ ঋণের জামিন নিয়ম বলবৎ হবে।
ছ) ঋণ পরিশোধের শর্তাবলী :
- ঋণ গ্রহণের পরবর্তী মাস হতে কোর্স শেষ হওয়ার ৬ (ছয়) মাস পর্যন্ত নির্ধারিত হারে প্রতি মাসে শুধু মাত্র সুদ প্রদান করবেন।
- কোর্স সমাপ্ত হওয়ার ৬ (ছয়) মাস পর হতে পরবর্তী ৩৬ (ছত্রিশ) মাস পর্যন্ত সমকিস্তিতে সুদসহ সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে।
- ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৬ টি সম কিস্তিতে ঋণ পরিশোধে করতে পারবে।
- কিস্তি প্রদানের ক্ষেত্রে নির্ধারিত হারে সুদসহ এবং খেলাপীদের ক্ষেত্রে ১২% হারে সুদ এবং বকেয়া সুদের ৫০% পরিমাণ জরিমানাসহ কিস্তি প্রদান করতে হবে।
জ) ঋণ অনুমোদন প্রক্রিয়া :
- আবেদনকারীকে “উচ্চ শিক্ষা সহায়তা ঋণ” আবেদন ফর্ম অফিস হতে নির্ধারিত মূল্যের বিনিময়ে সংগ্রহ করে যাবতীয় তথ্যাদিসহ সঠিকভাবে পূরণ করে লোন সেকশনে মাসের ১০ তারিখের মধ্যে জমা দিতে হবে। লোন সেকশন ঋণের আবেদন পত্রের সঠিকতা, যথার্থতা যাচাই-বাছাই পূর্বক ঋণদান পরিষদের নিকট প্রেরণ করবে। ঋণদান পরিষদ উক্ত আবেদন পত্রের সঠিকতা যাচাই-বাছাই পূর্বক “শিক্ষা উপ-কমিটির নিকট সুপারিশের জন্য প্রেরণ করবেন।
- “শিক্ষা উপ-কমিটির সদস্য/সদস্যাবৃন্দ ঋণ আবেদনপত্রটি ইউনিয়নের উচ্চ শিক্ষা সহায়তা ঋণের নীতিমালা অনুযায়ী ঋণের যথার্থতা যাচাই পূর্বক সুপারিশ ও মন্তব্যসহ চূড়ান্ত অনুমোদনের জন্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রেরণ করবেন। ব্যবস্থাপনা কিিমট আবেদন পত্রে প্রদানকৃত তথ্যাদি যাচাই-বাছাই করে ঋণটি অনুমোদন দিতে পারেন অথবা বাতিলও করতে পারবেন।
ঝ) বিশেষ জ্ঞাতব্য :
- এই ঋণের ক্ষেত্রে ঋণ বীমা পলিসি প্রযোজ্য হবে না।
- প্রয়োজনীয় ডকুমেন্টস্ অবশ্যই আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।
- আবেদনকারীকে উক্ত প্রকল্পের নীতিমালা সম্পর্কে জানতে হবে।
ঞ) সংরক্ষণ :
উক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা কমিটি প্রয়োজন বোধে সংশোধন, সংযোজন, বিযোজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
উক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা ও অন্যান্য কমিটির ০১/০৬/২০১২ খ্রীঃ তারিখের বিশেষ সভায় অনুমোদিত এবং ১ জুলাই, ২০১২ খ্রীঃ হতে কার্যকর।