DCCCUL Logo
Banner
DCCCUL Founder
Home Products Gallery Notice Contact Us

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)

“শিশু সঞ্চয় প্রকল্প” নীতিমালা-২০১২ খ্রীঃ

নাম ও উদ্দেশ্য

ক্রেডিট ইউনিয়নের ২৪ তম বার্ষিক সাধারণ সভায় ধর্মপল্লীর শিশুদের মধ্যে সঞ্চয়ীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, “শিশু সঞ্চয় প্রকল্প” নামে একটি প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পের নীতিমালা নিম্নরূপ :

হিসাব খোলা
যুগ্ম হিসাব
টাকা জমা দেওয়া
টাকা উঠানো
সুদ প্রদান
হিসাব বন্ধ
নমুনা স্বাক্ষর
পাশ বই
সংরক্ষণ

উপরোক্ত শিশু সঞ্চয় প্রকল্প নীতিমালা অদ্য ২৩/১১/২০১২ খ্রীঃ তারিখের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অনুমোদিত ও ২৪/১১/২০১২ খ্রীঃ তারিখ হতে কার্যকর এবং ১৯/০৪/২০১৩ খ্রীঃ তারিখে পুনঃ অনুমোদিত।