ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
“শিশু সঞ্চয় প্রকল্প” নীতিমালা-২০১২ খ্রীঃ
নাম ও উদ্দেশ্য
ক্রেডিট ইউনিয়নের ২৪ তম বার্ষিক সাধারণ সভায় ধর্মপল্লীর শিশুদের মধ্যে সঞ্চয়ীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, “শিশু সঞ্চয় প্রকল্প” নামে একটি প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পের নীতিমালা নিম্নরূপ :
- এই নীতিমালা “শিশু সঞ্চয় প্রকল্প নীতিমালা-২০১২ খ্রীঃ” নামে অভিহিত হবে।
- এই নীতিমালা সমূহ ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আওতাধীন ১৮ বছরের নীচে শিশুদের জন্য প্রযোজ্য হবে।
- উক্ত প্রকল্পের আওতায় হিসাবধারী শিশুটির বয় ১৮ বছর বা সাবালক হলে তিনি আর এই হিসাবের আওতায় থাকবেন না। হিসাবটি সাধারণ সঞ্চয়ী হিসাবে রূপান্তরিত হবে।
- উক্ত প্রকল্পে হিসাব খোলার উদ্দেশ্য : শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের নামে সঞ্চয় করা, অর্থনৈতিক উন্নতি সাধন করা এবং সঞ্চিত অর্থ ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর মাধ্যমে পরস্পরের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যবহার করা।
হিসাব খোলা
- উক্ত প্রকল্পের আওতায় আসতে হলে আবেদনকারীকে অবশ্যই ইউনিয়নের উপ-আইনের আওতাধীন হতে হবে।
- উক্ত হিসাবে শিশুর পিতা-মাতা বা স্বাভাবিক অভিভাবক আবেদনকারীর নামে হিসাব খুলতে পারবেন এবং আবেদনপত্রে তাদের স্বাক্ষর থাকতে হবে।
- সকল আবেদনকারী ক্রেডিট ইউনিয়নের উপ-আইন এবং পরিচালক মন্ডলীর সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন।
- ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত হারে ভর্তি ফি বাবদ টাকা প্রদান করতে হবে।
যুগ্ম হিসাব
- উক্ত শিশু সঞ্চয় প্রকল্প হিসাবে যুগ্ম নামে হিসাব খোলা যাবে না।
টাকা জমা দেওয়া
- হিসাবধারী (একাউন্ট হোল্ডার) তার নিজস্ব হিসাবে খুশীমত যতবার ইচ্ছা টাকা জমা দিতে পারবেন। তবে প্রতি মাসে নূন্যতম ৫০.০০/(পঞ্চাশ) টাকা জমা করা বাধ্যতামূলক থাকবে।
- প্রারম্ভিক জমা হিসেবে ইউনিয়নের পক্ষে ১০০/= (একশত) ও পরিবারের পক্ষ হতে নূন্যতম ১০০ টাকা ও ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত হারে ভর্তি ফি বাবদ টাকা জমা দিয়ে শিশু সঞ্চয় প্রকল্পে হিসাব খোলা যাবে।
- এই হিসাব জন্মের পর বাপ্তিষ্মের সময় খোলা বাধ্যতামূলক। তবে ইতিপূর্বে যাদের বাপ্তিষ্ম হয়েছে তারা পরবর্তী ১ (এক) বৎসর সময়ের মধ্যে এ প্রকল্পের আওতায় হিসাব খুলতে পারবে এবং ইউনিয়ন হতে ১০০/ (একশত) টাকার সুবিধা পাবেন।
- উক্ত হিসাবে প্রতিমাসে টাকা জমা না করলে মাসিক জরিমানা ২ টাকা এবং সর্বোচ্চ ১০ টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।
টাকা উঠানো
- উক্ত হিসাবে হিসাবধারীর বয়স ১৮ বৎসর বা সাবালক না হওয়া পর্যন্ত হিসাব পরিচালনাকারী উক্ত শিশু সঞ্চয় হিসাব হতে টাকা উত্তোলন করতে পারবেন না।
- আবেদনকারী ১৮ বছর বা সাবালক হলে হিসাবধারীর স্বাক্ষর সংরক্ষণ করে তার হিসাবটি পরিচালিত হবে। এক্ষেত্রে হিসাব খোলার সময় হিসাব পরিচালনাকারী হিসাব পরিচালনা করার অনুমোদন দিবেন। যদি হিসাব পরিচালনাকারী ১৮ বছর বা সাবালক হওয়ার পর হিসাব পরিচালনা করার অনুমোদন দিবেন। যদি হিসাব পরিচালনাকারী ১৮ বছর বা সাবালক হওয়ার পর হিসাব পরিচালনা করার অনুমোদন হিসাবধারীকে না দেন সেক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটি প্রকৃত হিসাব ধারীকে হিসাবটি পরিচালনা করার অনুমোদন দিবেন।
- হিসাবধারী ১৮ বছর বা সাবালক হওয়ার পূর্বে মৃত্যু বরণ করলে তার সমুদয় অর্থ হিসাব পরিচালনাকারী বা নমিনি উত্তোলন করতে পারবেন।
- হিসাবধারী ১৮ বছর বা সাবালক হওয়ার পূর্বে ক্রেডিট ইউনিয়নের কার্য এলাকার বাইরে বিয়ে হলে বা চলে গেলে তা ধারা (১১) “গ” এর শর্ত পূরণ করে টাকা উত্তোলন করতে পারবেন।
সুদ প্রদান
- ক্রেডিট ইউনিয়নের সঞ্চয়ী হিসাবের প্রদেয় সুদের চাইতে ২% হারে বেশী সুদ প্রদান করা হবে।
- হিসাবধারী ১৮ বছর বা সাবালক হলে সাধারণ সঞ্চয়ী হিসাবের হারে সুদ পাবেন। প্রতি বছর জুন ও ডিসেম্বর মাস শেষে সুদ উক্ত হিসাবে জমা করা হবে।
হিসাব বন্ধ
- হিসাবধারী ১৮ বছর বা সাবালক (মৃত্যু বরণ না করলে ) না হওয়া পর্যন্ত উক্ত হিসাব বন্ধ করা যাবে না।
- হিসাবধারী ক্রেডিট ইউনিয়নের আওতার বাহিরে বিয়ে হলে ১৮ বছর বা সাবালক না হওয়া পর্যন্ত হিসাবটি বন্ধ করা যাবে না।
- হিসাবধারী ১৮ বছর বা সাবালক হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে তার পক্ষে তার মনোনীত নমিনী উক্ত হিসাব বন্ধ করতে পারবেন।
- ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত হারে হিসাব বন্ধ চার্জ আদায় সাপেক্ষে উক্ত হিসাব বন্ধ করা যাবে।
নমুনা স্বাক্ষর
- প্রত্যেক হিসাব পরিচালনাকারী তার নমুনা স্বাক্ষর/টিপ সহি ক্রেডিট ইউনিয়নের অফিসে সংরক্ষণের উদ্দেশ্যে প্রদান করবেন এবং যাবতীয় টাকা তোলার স্লিপ এবং ক্রেডিট ইউনিয়নের নিকট লিখিত পত্রাদিতে অবশ্যই বিশেষ সতর্কতার সঙ্গে উক্ত নমুনা স্বাক্ষর/টিপ সহির অনুরূপ ব্যবহার করবেন।
পাশ বই
- প্রতি হিসাবকারীকে হিসাব রাখার জন্য পাশ বই প্রদান করা হবে। সংশ্লিষ্ট হিসাব সংক্রান্ত সকল প্রকার লেন-দেন লিপিবদ্ধ করার উদ্দেশ্যে প্রতিটি লেনদেনের সময় ক্রেডিট ইউনিয়নের অফিসে পাশ বই হাজির করতে হবে।
- পাশ বই ছাড়া কোন টাকা গ্রহণ করা হবে না এবং পাশ বইয়ে কোন জমা দেখানো না হলে তার জন্য ক্রেডিট ইউনিয়ন দায়ী হবে না।
- বিকল্প পাশ বই সরবরাহ করার জন্য উক্ত হিসাবধারীকে ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত হারে মাশুল প্রদানসহ ব্যবস্থাপনা কমিটি বরাবরে আবেদন করতে হবে।
সংরক্ষণ
- যে সকল বিষয় এই নিয়মাবলীর মধ্যে উল্লেখ নেই সে সকল বিষয়ে ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
উপরোক্ত শিশু সঞ্চয় প্রকল্প নীতিমালা অদ্য ২৩/১১/২০১২ খ্রীঃ তারিখের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় অনুমোদিত ও ২৪/১১/২০১২ খ্রীঃ তারিখ হতে কার্যকর এবং ১৯/০৪/২০১৩ খ্রীঃ তারিখে পুনঃ অনুমোদিত।