DCCCUL Logo
Banner
DCCCUL Founder
Home Products Gallery Notice Contact Us

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)

ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী হিসাব নীতিমালা-২০১৮

০১। ভূমিকা :

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কর্ম এলাকার সদস্যদের ছেলেমেয়েদের ক্রেডিট মুখী করা, সঞ্চয়ী মনোভাব বৃদ্ধি, ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ প্রদান করে তাদের মধ্যে নেতৃত্ব জাগরিত করার লক্ষ্যে এ প্রকল্পটি চালু করার প্রয়োজন মনে করে ব্যবস্থাপনা কমিটির ১৬/০২/২০১৮ খ্রীঃ তারিখের মাসিক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে নীতিমালাটি প্রণয়ন করা হয় যা আগামী ১ মার্চ, ২০১৮ খ্রীঃ হতে কার্যকর।

০২। প্রকল্পের নাম :

এই প্রকল্পের নাম হবে “ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী সদস্য হিসাব-২০১৮” ।

০৩। হিসাবের বৈশিষ্ট্য ও হিসাব খোলার যোগ্যতা :
০৪। ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী হিসাব হিসাবধারী যে সকল সুবিধা প্রাপ্ত হবেন :
০৫। সুদ প্রদান :
০৬। নমিনী নিয়োগ :

হিসাবধারী এক বা একাধিক ব্যক্তিকে অংশভিত্তিক হিসাবে নমিনী নিযুক্ত করতে পারবেন। অপ্রাপ্ত বয়স্কদেরও নমিনী নিযুক্ত করা যাবে। এক্ষেত্রে নমিনী অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হিসাবধারীর মৃত্যু হলে, আমানতের অর্থ কে গ্রহণ করবেন এতদ্সম্পর্কে লিখিতভাবে নির্দেশনা প্রদান করতে হবে। অন্যথায় পাল-পুরোহিতের সনাক্তকরণ প্রত্যায়ন পত্রের মাধ্যমে প্রাপককে আমানতের অর্থ প্রদান করা হবে। হিসাবধারী যে কোন সময় মনোনয়ন পরিবর্তন পূর্বক নতুন নমিনী মনোনীত করতে পারবেন।

০৭। জরিমানা :
০৮। হিসাব খরচ :

উক্ত হিসাবের বিপরীতে হিসাব খরচ কর্তন করা হবে না।

০৯। হিসাবের বিপরীতে ঋণ :
১০। হিসাব বন্ধ :

এই নীতিমালা সময় সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিযোজন কিংবা বাতিল করার ক্ষতমা সংরক্ষণ করেন।

উপরোক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা কমিটির ১৬/০২/২০১৮ খ্রীষ্টাব্দ তারিখের মাসিক সভায় অনুমোদিত ও ০১/০৩/২০১৮ খ্রীষ্টাব্দ তারিখ হতে কার্যকর ।