ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী হিসাব নীতিমালা-২০১৮
০১। ভূমিকা :
ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কর্ম এলাকার সদস্যদের ছেলেমেয়েদের ক্রেডিট মুখী করা, সঞ্চয়ী মনোভাব বৃদ্ধি, ক্রেডিট ইউনিয়নের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের সুযোগ প্রদান করে তাদের মধ্যে নেতৃত্ব জাগরিত করার লক্ষ্যে এ প্রকল্পটি চালু করার প্রয়োজন মনে করে ব্যবস্থাপনা কমিটির ১৬/০২/২০১৮ খ্রীঃ তারিখের মাসিক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে নীতিমালাটি প্রণয়ন করা হয় যা আগামী ১ মার্চ, ২০১৮ খ্রীঃ হতে কার্যকর।
০২। প্রকল্পের নাম :
এই প্রকল্পের নাম হবে “ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী সদস্য হিসাব-২০১৮” ।
০৩। হিসাবের বৈশিষ্ট্য ও হিসাব খোলার যোগ্যতা :
- ধরেন্ডা ধর্মপল্লী ও ক্রেডিট ইউনিয়নের কর্ম এলাকার মধ্যে স্থায়ীভাবে বসবাসরত ১২ বছর হতে ১৮ বছরের নীচের বয়সী কিশোর-কিশোরীগণ নিজ নামে এ প্রকল্পে নতুন হিসাব খুলতে পারবেন।
- নির্দিষ্ট আবেদন ফর্মের মাধ্যমে নির্ধারিত ভর্তি ফি জমা দিয়ে উক্ত প্রকল্পে হিসাব খুলতে হবে।
- উক্ত প্রকল্পে হিসাব খুলতে হলে হিসাবধারীকে অবশ্যই একটি সঞ্চয়ী হিসাব থাকতে হবে।
- নতুন হিসাব খোলার ক্ষেত্রে আবেদনকারীকে বাপ্তিস্ম সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ, ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি প্রদান করতে হবে।
- হিসাব খোলার সময় হিসাবধারীর সাথে সাথে অভিভাবককে নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে এবং হিসাব সংক্রান্ত বিষয়ে উভয়কে যুগ্ম স্বাক্ষর প্রদান করতে হবে।
- ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সঞ্চয়ী প্রকল্পে প্রতি মাসে অনূন্য ১০০ (একশত) টাকা হারে যতবার ইচ্ছে জমা দেয়া যাবে। প্রত্যেকবার জমার সময় হিসাবধারীকে নিজে উপস্থিত হতে হবে।
- অপ্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও নিজের হিসাব নিজে পরিচালনা করবেন ( নির্ধারিত অভিভাবক লেনদেন-এ কাউন্টার অংশে স্বাক্ষর করবেন।)
- এই প্রকল্পের মেয়াদকাল হবে ৬ (ছয়) বছর অথবা হিসাবধারীর বয়স ১৮ বছর পর্যন্ত।
- ধারাবাহিক ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী সদস্য হিসাবধারীর ১৮ বছর পূর্ণ হলেই পূর্ণ সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
০৪। ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী হিসাব হিসাবধারী যে সকল সুবিধা প্রাপ্ত হবেন :
- প্রত্যেক হিসাবধারীকে জন্মদিনের বার্তা পাঠানো হবে।
- বছরে একবার হিসাবধারীদের নিয়ে ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী সদস্য প্রকল্প ফেস্টিব্যাল উদ্যাপন করা হবে এবং সেখানে বিদ্যালয়ে ভাল ফলাফলের জন্য উৎসাহব্যাঞ্জক পুরস্কার প্রদান করা হবে।
- ৫০% রেয়াতে ধরেন্ডা ক্রেডিট শিল্পকলা একাডেমিতে ভর্তির সুযোগ পাবেন।
- প্রতিটা বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার সুযোগ পাবেন।
০৫। সুদ প্রদান :
- বার্ষিক ৬% হারে সুদ প্রদান করা হবে এবং বছরে একবার শুধুমাত্র ডিসেম্বর মাসে।
- হিসাব হতে কোন টাকা উত্তোলন করা না হলে হিসাবধারীর ১৮ বছর পূর্তিতে হিসাবের মাসিক গড় জমা ও হিসাবের মেয়াদ এর গুণন হারে বোনাস প্রদান করা হবে। ( উদাহরণ- যদি কোন হিসাবধারী গড়ে মাসে ১০০ টাকা জমা করেন এবং হিসাবের মেয়াদ ৬ বছর হয় তাহলে তার বোনাস হবে ১০০*৬ =৬০০ টাকা )
০৬। নমিনী নিয়োগ :
হিসাবধারী এক বা একাধিক ব্যক্তিকে অংশভিত্তিক হিসাবে নমিনী নিযুক্ত করতে পারবেন। অপ্রাপ্ত বয়স্কদেরও নমিনী নিযুক্ত করা যাবে। এক্ষেত্রে নমিনী অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হিসাবধারীর মৃত্যু হলে, আমানতের অর্থ কে গ্রহণ করবেন এতদ্সম্পর্কে লিখিতভাবে নির্দেশনা প্রদান করতে হবে। অন্যথায় পাল-পুরোহিতের সনাক্তকরণ প্রত্যায়ন পত্রের মাধ্যমে প্রাপককে আমানতের অর্থ প্রদান করা হবে। হিসাবধারী যে কোন সময় মনোনয়ন পরিবর্তন পূর্বক নতুন নমিনী মনোনীত করতে পারবেন।
০৭। জরিমানা :
- নির্ধারিত সময়ে মাসিক জমা প্রদানে ব্যর্থ হলে প্রতিমাসের বকেয়া জমার জন্য মাসিক ৫/ (পাঁচ) টাকা হারে জরিমানাসহ বকেয়া টাকা প্রদান করতে হবে।
- কোন মাসে জমা দিতে ব্যর্থ হলে হিসাবধারী ধরেন্ডা ক্রেডিট স্মার্ট সহযোগী সদস্য ফেস্টিব্যাল উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাবেন না কিন্তু বকেয়া পরিশোধ সাপেক্ষে হিসাবধারী উক্ত অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।
- কোন মাসে খেলাপী হলে ধারা ৪ এ উল্লেখিত সুযোগসমূহ হতে বঞ্চিত হবেন।
০৮। হিসাব খরচ :
উক্ত হিসাবের বিপরীতে হিসাব খরচ কর্তন করা হবে না।
০৯। হিসাবের বিপরীতে ঋণ :
- হিসাবধারীর অভিভাবক চাইলে হিসাবের মেয়াদ কাল অর্ধেক পূর্তির পর মোট জমার ৮০% হারে ঋণ গ্রহণ করতে পারবেন।
- এই ঋণ ১২% হার সুদে ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে।
- কোন মাসে খেলাপী হলে বকেয়া সুদের অর্ধেক জরিমানা প্রদান করতে হবে।
- তিন মাসের অধিক খেলাপী হলে জমাকৃত শেয়ার হতে বকেয়া ঋণ, সুদ ও জরিমানা সমন্বয় করা হবে।
১০। হিসাব বন্ধ :
- মেয়াদ পূর্তিতে : হিসাবধারীর বয়স ১৮ বছর অতিক্রান্ত হলে হিসাবটির মেয়াদ পূর্তি হবে এবং আমানতকারীর লিখিত আবেদনের প্রেক্ষিতে হিসাব বন্ধ করা যাবে। এক্ষেত্রে কোন হিসাব বন্ধ খরচ প্রদান করতে হবে না।
- মেয়াদ পূর্তির পূর্বে : হিসাবধারী যে কোন সময় লিখিত আবেদনের মাধ্যমে হিসাব বন্ধ করতে পারবেন। এক্ষেত্রে হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে শুধুমাত্র মূল অর্থ ফেরত পাবেন। তবে ১ বছর পর মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করতে চাইলে উক্ত প্রকল্পের সুদ প্রদান করা হবে। এ ক্ষেত্রে ১০০ (একশত) টাকা হিসাব বন্ধ খরচ প্রদান করতে হবে।
- হিসাবধারীর মৃত্যু হলে : হিসাবধারীর মৃত্যু হলে হিসাবের লেনদেন স্থগিত করা হবে ও ঘোষণাকৃত নির্ধারিত সুদ প্রদান করা হবে এবং নমিনীকে হিসাবের স্থিতি প্রদান করা হবে। কোন নমিনী মনোনয়ন করা না হলে এলাকার স্থানীয় পাল-পুরোহিতের সনাক্তকরণ সার্টিফিকেটের মাধ্যমে বৈধ উত্তরাধিকারীগণকে উক্ত অর্থ প্রদান করা হবে। এ ক্ষেত্রে একাধিক নমিনী থাকলে অর্থ প্রাপ্তির হার সনাক্তকরণ পত্রে উল্লেখ থাকতে হবে। অন্যথায় সমহারে অর্থ প্রদান করা হবে।
এই নীতিমালা সময় সাপেক্ষে ব্যবস্থাপনা কমিটি পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিযোজন কিংবা বাতিল করার ক্ষতমা সংরক্ষণ করেন।
উপরোক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা কমিটির ১৬/০২/২০১৮ খ্রীষ্টাব্দ তারিখের মাসিক সভায় অনুমোদিত ও ০১/০৩/২০১৮ খ্রীষ্টাব্দ তারিখ হতে কার্যকর ।