DCCCUL Logo
Banner
DCCCUL Founder
Home Products Gallery Download Notice Contact Us

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ

ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)

স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্প-২০১৩ এর নীতিমালা (সংশোধিত)

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্প ২০১৩ এর নীতিমালা ২৩/০৮/২০১৩ এর সূত্র ধরে বর্তমান প্রেক্ষাপটে পুনঃসংশোধনীর প্রয়োজন হলে ২২/৯/২০১৭ খ্রীঃ তারিখের মাসিক সভায় পুনঃসংশোধন আকারে নতুনভাবে নীতিমালাটি প্রণয়ন করা হয় যা, ০১/১০/২০১৭ খ্রীঃ তারিখ হতে কার্যকর করা হয়। পরবর্তীতে ১৯/০২/২০২১ তারিখের মাসিক সভায় নীতিমালাটি পুনঃ সংশোধিত আকারে উপস্থাপন করা হলে ০১/০৩/২০২১ তারিখ হতে কার্যকর করা হয় । 

১. নামকরণ :

ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এ পরিচালিত এই প্রকল্পটির নাম হবে ‘‘স্বাস্থ্য নিরাপত্তা প্রকল্প-২০১৩’’।

২. উদ্দেশ্য :
৩. হিসাব খোলার যোগ্যতা :
৪. হিসাব খোলার নিয়মাবলী :
৫. প্রকল্প গ্রহণকারীদের শ্রেণী বিভাগ ও মাসিক প্রিমিয়াম জমার পরিমাণ নিম্নরূপ :
৬. হিসাবের মেয়াদ কাল, মাসিক প্রিমিয়াম জমা ও নবায়ন পদ্ধতি :
প্রকল্পের সুবিধা সমূহ : মাসিক প্রদেয় প্রিমিয়ামের উপর ভিত্তি করে প্রকল্পের শ্রেণী অনুসারে প্রকল্পের সুবিধা প্রদান করা হবে :

নিম্নোক্ত প্রিমিয়াম “ক” গ্রুপের জন্য প্রযোজ্য : (০১-১৮ বছরের নীচে)

ক্রমিক নং মাসিক প্রিমিয়াম সুবিধা
২৫ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ১৭৫০০ টাকা
৫০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৩৫০০০ টাকার বেশি নয়
১০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ  ৭০০০০ টাকার বেশি নয়
১৫০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ১০৫০০০ টাকার বেশি নয়
২০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ১৪০০০০ টাকার বেশি নয়

নিম্নোক্ত প্রিমিয়াম “খ” গ্রুপের জন্য প্রযোজ্য : (১৮ বছর ১ দিন থেকে ৪৫ বছরের মধ্যে)

ক্রমিক নং মাসিক প্রিমিয়াম সুবিধা
৫০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ২৫০০০ টাকার বেশি নয়
১০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৫০০০০ টাকার বেশি নয়
১৫০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৭৫০০০ টাকার বেশি নয়
২০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ১০০০০০ টাকা বেশি নয়
৩০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ অথবা সর্বোচ্চ ১৫০০০০ টাকা বেশি নয়

নিম্নোক্ত প্রিমিয়াম “গ” গ্রুপের জন্য প্রযোজ্য : (45 eQi 1 w`b †_‡K 60 eQ‡ii g‡a¨)

ক্রমিক নং মাসিক প্রিমিয়াম সুবিধা
১০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৪০০০০ টাকার বেশি নয়
২০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৮০০০০ টাকার বেশি নয়
৩০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ১২০০০০ টাকার বেশি নয়
৪০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ১৬০০০০ টাকার বেশি নয়
৫০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ২০০০০০ টাকার বেশি নয়

নিম্নোক্ত প্রিমিয়াম “ঘ” গ্রুপের জন্য প্রযোজ্য : (৬০ বছর ১ দিন থেকে ৭০ বছরের মধ্যে)

ক্রমিক নং মাসিক প্রিমিয়াম সুবিধা
১০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৩০০০০ টাকার বেশি নয়
২০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৬০০০০ টাকার বেশি নয়
৩০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ৯০০০০ টাকার বেশি নয়
৪০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ১২০০০০ টাকার বেশি নয়
৫০০ টাকা ঔষধের বিল ছাড়া হাসপাতালের প্রকৃত খরচ তবে সর্বোচ্চ ১৫০০০০ টাকার বেশি নয়
৮. প্রকল্পের সুবিধা প্রাপ্তির শর্তাবলীঃ
৯. মেয়াদ পূর্তির পর এককালীন প্রদেয় :
১০. মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধকরণ:

নিম্নের নিয়মাবলী অনুসারে হিসাবধারী/হিসাব পরিচালনাকারী মেয়াদ পূর্তির পূর্বে হিসাব বন্ধ করতে পারবেন :

১১. ক্ষমতা :