ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
খেলাপী ঋণ হল ক্রেডিট ইউনিয়নের একমাত্র ক্যান্সার। বর্তমানে অর্থনৈতিক মন্দাভাবের সাথে দিন দিন খেলাপীর সংখ্যা ও পরিমান বেড়েই চলেছে। বিশেষ করে মাসিক কিস্তি খেলাপীদের এখন থেকে সুযোগ সুবিধা প্রদান না করলে ভবিষতে ঋণের সুদ, জরিমানা এবং বকেয়া ঋণ এক সাথে অনেক টাকা হয়ে যাবে যা ঋণ গ্রহীতার পক্ষে এককালীন পরিশোধ করা কঠিন হয়ে পড়বে বা মেয়াদ উত্তীর্ণ খেলাপী ঋণে পরিনত হবে। মাসিক কিস্তি খেলাপী সদস্যদের কথা বিবেচনা করে ব্যবস্থাপনা কমিটি উক্ত কিস্তি খেলাপী সদস্যদের ঋণের কিস্তি নিয়মিতকরণ সুবিধার্থে বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের জরিমানা ও বকেয়া লোন প্রিমিয়াম বাদে ( স্থগিত রেখে ) শুধুমাত্র চলতি মাসের সুদ এবং কিস্তি ফেরত দিয়ে নিয়মিত হওয়ার সুযোগ তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্য একটি নীতিমালা প্রয়োজন। যার নাম হবে “কিস্তি নিয়মিত করণ নীতিমালা” ২০১৭ খ্রীঃ।
“কিস্তি নিয়মিত করণ নীতিমালা” ২০১৭ খ্রী:
- এই নীতিমালা ঋণদান ও হাউজিং মাসিক কিস্তি খেলাপী ঋণের জন্য প্রযোজ্য।
- ৬ মাসের উর্ধ্বে মাসিক কিস্তি খেলাপী ঋণ গ্রহীতা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।
- এই প্রকল্পের আওতায় পূর্বের বকেয়া সুদ, বকেয়া জরিমানা ও বকেয়া লোন প্রিমিয়াম ব্যাতিরেকে শুধু চলতি মাসের কিস্তি, সুদ ও প্রিমিয়াম প্রদান করা যাবে। একই সাথে পূর্বের বকেয়া সুদ, বকেয়া জরিমানা ও বকেয়া প্রিমিয়াম আংশিক কিস্তিতে প্রদান করা যাবে।
- এই প্রকল্পের আওতায় ঋণ গ্রহীতা চাইলে যে কোন সময় এককালীন পূর্বের বকেয়া সুদ, জরিমানা ও লোন প্রিমিয়াম প্রদান করতে পারবেন।
- এই প্রকল্পের আওতাভুক্ত হলে সম্পূর্ণ ঋণ পরিশোধ হলে বকেয়া সুদ, বকেয়া জরিমানা ও প্রিমিয়াম কিস্তিতে প্রদান করা যাবে।
- ঋণ গ্রহীতার বকেয়া সুদ জরিমানা ৫০% পরিশোধ হলে উক্ত ঋণের জামিনদারগণ অন্য ঋণের জন্য জামিন হতে পারবে। অথবা ৪ মাস নিয়মিত কিস্তি ও বকেয়া সুদ জরিমানা নিয়মিত পরিশোধ হলে উক্ত ঋণের জামিনদারগণ অন্য ঋণের জন্য জামিন হতে পারবেন।
- ঋণ গ্রহীতার সমস্ত বকেয়া (পূর্বের সুদ জরিমানা, প্রিমিয়াম ) পরিশোধ হলে ঋণ গ্রহীতা অন্য ঋণের জন্য জামিন হতে পারবেন।
- মৃত: ব্যক্তির ঋণ নমিনীর আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত নীতিমালার সুবিধা গ্রহণ করা যাবে।
- ঋণ গ্রহীতার সম্পূর্ণ বকেয়া ঋণ পরিশোধ হলে নতুন ঋণের জন্য আবেদন করা যাবে, তবে পূর্বের বকেয়া সুদ, জরিমানা ও প্রিমিয়াম নতুন ঋণের সাথে সমন্বয় করে অবশিষ্ট টাকা উত্তোলণ করা যাবে।
- এই প্রকল্পের নীতিমালা ব্যবস্থাপনা কমিটি যে কোন সময় পরিবর্তণ, পরিবর্ধন, সংযোজন বিয়োজন করতে পারবে।
উক্ত নীতিমালা ২৫/০৮/২০১৭ খ্রীষ্টাব্দ তারিখে ব্যবস্থাপনা কমিটির মাসিক/ যৌথ সভায় অনুমোদিত এবং ০১/০৯/২০১৭ ক্রীষ্টাব্দ তারিখ হতে কার্যকর। উক্ত নীতিমালা ২৫/০৮/২০১৭ খ্রীষ্টাব্দ তারিখে ব্যবস্থাপনা কমিটির মাসিক/ যৌথ সভায় অনুমোদিত এবং ০১/০৯/২০১৭ ক্রীষ্টাব্দ তারিখ হতে কার্যকর। উক্ত নীতিমালা ২৫/০৮/২০১৭ খ্রীষ্টাব্দ তারিখে ব্যবস্থাপনা কমিটির মাসিক/ যৌথ সভায় অনুমোদিত এবং ০১/০৯/২০১৭ ক্রীষ্টাব্দ তারিখ হতে কার্যকর।