ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
টপ আপ ঋণ নীতিমালা ২০২২ খ্রী:
১. এই প্রকল্পের নাম হবে টপআপ ঋণ নীতিমালা ২০২২ খ্রীষ্টাব্দ।
২. সাধারণ ঋণের ক্ষেত্রে টপআপ ঋণ গ্রহণ করা যাবে এবং যে কোন উদ্দেশ্যেই এই ঋণ নেওয়া যাবে।
৩. সাধারণ ঋণ পলিসি/ঋণের সিলিং এই টপআপ ঋণ পলিসি হিসাবে বিদ্যমান থাকবে।
৪. ১৮ বছর বয়স হতে ৬৫ বছর বয়স পর্যন্ত নিয়মিত যে কোন সদস্যই টপআপ ঋণ গ্রহণ করতে পারবে।
৫. যে কোন নিয়মিত সদস্য টপআপ ঋণ গ্রহণ করতে পারবে। তবে ক্ষেত্র বিশেষে ব্যবস্থাপনা কমিটিই সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
৬. যে সকল সদস্য ঋণ গ্রহণ করে নিয়মিত ১২ মাস কিস্তি প্রদান করেছেন অথবা ৩০% ঋণ পরিশোধ করছেন তারা টপআপ ঋণ গ্রহণ করতে পারবেন এবং তবে ব্যবস্থাপনা কমিটি অনুমতি সাপেক্ষে ঋণ পরিশোধের (% ) হার-এর বিষয়টি বিবেচিত হতে পারে।
৭. টপআপ মঞ্জুরকৃত ঋণ হতে পূর্বের গৃহিত অবশিষ্ট ঋণ, ঋণের সুদ সমন্বয় করে বাকী টাকা আবেদনকারীর নিজস্ব সঞ্চয়ী হিসাবে স্থানান্তর করা হবে।
৮. টপআপ ঋণ সাধারণত ৩ মাস পূর্বের শেয়ারের উপর গ্রহণ করা যাবে। ক্ষেত্র বিশেষে বর্তমাণ শেয়ারের উপর ঋণ করা যাবে।
৯. টপআপ ঋণে ২ টি সিলিং অতিক্রম করা যাবে। ক্ষেত্র বিশেষে একাধিক সিলিং অতিক্রম করা যাবে তবে সেই ক্ষেত্রে উপযুক্ত প্রমানাদি দাখিল করতে হবে।
১০. বর্তমান শেয়ার এবং সিলিং অতিক্রম করে ঋণ নিলে মঞ্জুরকৃত ঋণের ০.৫০% হারে অথবা এক মাসের সুদের ৫০% হিসাবে সার্ভিস চার্জ আদায় করা হবে।
১১. সাধারণ ঋণের নীতিমালার প্রতিটি ধারা টপআপ ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
১২. টপআপ ঋণ নীতিমালা ব্যবস্থাপনা কমিটি যে কোন সময়, সংযোজন, বিয়োজন পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে।
উপরোক্ত নীতিমালাটি ব্যবস্থাপনা কমিটির ২১/১০/২০২২ খ্রীষ্টাব্দ তারিখে মাসিক সভায় অনুমোদিত এবং ০১/১১/২০২২ খ্রীষ্টাব্দ তারিখ হতে কার্যকর।