ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ফা.লিউ জে সালিভ্যান ( সি.এস.সি ) ভবন
ধরেন্ডা মিশন, সাভার, ঢাকা
( স্থাপিত: ১৯৬০ খ্রী:, রেজি. নং ৮-১০/১০/১৯৮৫ খ্রী: পূন: রেজি নং ৪২-০৩/১২/২০০৩ খ্রী:)
ধরেন্ডা ক্রেডিট নারী সঞ্চয় প্রকল্প নীতিমালা-২০১৯খ্রী:
এই প্রকল্পের নাম হবে “ধরেন্ডা ক্রেডিট নারী সঞ্চয় প্রকল্প” ।
১। উদ্দেশ্য :
- ধরেন্ডা ক্রেডিট ইউনিয়নের নারী সদস্যদের সাবলম্বী করে গড়ে তোলা ও নারী উদ্যোক্তা তৈরী করা।
- নারী সদস্যদের মধ্যে অধিকতরভাবে সঞ্চয়ী মনোভাব সৃষ্টি করা।
- ক্রেডিট ইউনিয়নের নারী সদস্য ও তাদের পরিবারের অন্যান্য মেয়ে শিশুদের দীর্ঘকালীন সময়ের জন্য সঞ্চয়ে আগ্রহী করে তোলা এবং উক্ত সঞ্চয় ভবিষ্যতে যে কোন স্বল্প অথবা দীর্ঘ মেয়াদী উন্নয়নশীল কার্যক্রমের জন্য উদ্যোক্তা সৃষ্টি করা। এছাড়া আপদকালীন সময়েও অত্র প্রকল্পে জমাকৃত আমানত ব্যবহার করা।
২। হিসাব খোলার যোগ্যতা :
- যে কোন বয়সের এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কর্ম এলাকার যে কোন খ্রীষ্টান নারী সদস্য অথবা তাদের মেয়ে শিশুদের নামে সমিতির নির্ধারিত আবেদন পত্রের মাধ্যমে এই হিসাব খোলা যাবে। তবে উক্ত হিসাব খোলার পূর্বে অবশ্যই আবেদনকারীর নামে সঞ্চয়ী হিসাব থাকতে হবে।
- হিসাব খোলার সময় আমানতকারীকে ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে।
- কোন যুগ্ম নামে এই প্রকল্পের আওতায় হিসাব খোলা যাবে না।
- একই ব্যক্তির নামে এই প্রকল্পের আওতায় একাধিক হিসাব খোলা যাবে না।
- হিসাব খোলার সময় হিসাব পরিচালনার জন্য গ্রাহকের নমুনা স্বাক্ষর এবং অপ্রাপ্তদের পক্ষে অভিভাবকের নমুনা স্বাক্ষর প্রদান করতে হবে।
৩। বৈশিষ্ট্য সমূহ :
- হিসাবের মেয়াদ কাল হবে : ৫ (পাঁচ) বছর ও ১০ (দশ) বছর।
- মাসিক জমার পরিমাণ: ৩০০/ (তিনশত) , ৫০০/ (পাঁচ শত) ,১০০০/ (এক হাজার) টাকা।
৪। মাসিক জমাদান পদ্ধতি :
- প্রতি মাসের যে কোন তারিখে মাসিক কিস্তির অর্থ জমা দেয়া যাবে।
৫। সুদের হার ( নিয়মিত হিসাবের ক্ষেত্রে)
- ৫ বছর মেয়াদের জন্য ৮% (চক্রবৃদ্ধি হারে)
- ১০ বছর মেয়াদের জন্য ৮.৫% (চক্রবৃদ্ধি হারে)
৬। নমিনী সংক্রান্ত :
- আমানতকারী এক বা একাধিক ব্যক্তিকে তার হিসাবের নমিনী নিযুক্ত করতে পারবেন। একাধিক নমিনী হলে নমিনীর অংশও আবেদনকারীকে নির্ধারণ করে দিতে হবে।
- আমানতকারী যে কোন সময় লিখিতভাবে তার পূর্বের নমিনী বাতিল করে নতুন নমিনী মনোনয়ন করতে পারবেন।
- আমানতকারীর জীবদ্দশায় অথবা জমা টাকা উত্তোলনের আগে মনোনীত ব্যক্তির মৃত্যু ঘটলে ঐ মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
- কেবল মাত্র আমানতকারীর মৃত্যুর পরই নমিনী/নমিনীগণ হিসাবের অর্থ আবেদন পত্রে উল্লেখিত অংশ অনুযায়ী অর্থ পেতে পারবেন।
- স্বয়ংক্রিয়ভাবে হিসাব বন্ধের ক্ষেত্রে আমানতকারী যদি মনে করেন মনোনীত ব্যক্তি নাবালক/নাবালিকা অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমানতকারী ক্রেডিট ইউনিয়নকে বিশেষ নির্দেশনা প্রদান করতে পারবেন। অন্যথায় দেশের প্রচলিত নাবালক আইন দ্বারা নির্ধারিত অভিভাবককে আমানতের অর্থ প্রদান করা হবে।
- নমিনীকে হিসাবের স্থিতি পরিশোধের জন্য নিম্নোক্ত কাগজ পত্রাদি উপস্থাপন করতে হবে :
- নমিনী/ নমিনীদের আবেদন পত্র
- আমানতকারীর মৃত্যু সংক্রান্ত সনদপত্র
- ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির অঞ্চল ভিত্তিক ডিরেক্টর কর্তৃক নমিনী/নমিনীদের সনাক্তকরণ পত্র
৭। মেয়াদ পূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতি :
মেয়াদ পূর্তিতে হিসাবধারী নিম্ন বর্ণিত হারে সুদ-আসলসহ এককালীন অর্থ প্রাপ্য হবেনঃ
টাকা |
৫ বছর ৮% (এক কালীন) |
১০ বছর ৮.৫% (এক কালীন) |
৩০০ |
২৩,৫০০ |
৫৮,০০০ |
৫০০ |
৩৮,৫০০ |
৯৬,৫০০ |
১,০০০ |
৭৭,০০০ |
১,৯৩,০০০ |
৮। মেয়াদ উত্তীর্ণের পূর্বে গ্রাহক কর্তৃক হিসাব বন্ধকরণ :
গ্রাহক ইচ্ছা করলে যে কোন সময় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত হিসাব বন্ধ করতে পারবেন। এরূপ ক্ষেত্রে হিসাব বন্ধের বিপরীতে সার্ভিস চার্জ বাবদ ১০০ (একশত) টাকা (প্রতি ক্ষেত্রে) আদায় যোগ্য হবে এবং নিম্নোক্ত নিয়মাবলী পালন করতে হবে:
- যে কোন মেয়াদী আমানতের হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে বন্ধ করলে গ্রাহক শুধু মূল জমা ফেরৎ পাবে।
- যে কোন মেয়াদী আমানত হিসাবের মেয়াদ ১ (এক) বছরের বেশী হলে (উল্লেখিত সময়ের জন্য ) গ্রাহক ক্রেডিট ইউনিয়নের সঞ্চয়ী হিসাবে প্রদত্ত সুদের হারে সুদসহ আসল টাকা ফেরৎ পাবে।
৯। স্বয়ংক্রিয়ভাবে হিসাব বন্ধ হওয়া ও পুণঃ বৈধকরণঃ
- হিসাব খোলার ১ (এক) বছরের মধ্যে কোন মাসের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে জমা না করা হলে পরবর্তী মাসে বকেয়া কিস্তির জন্য ১০% হারে অতিরিক্ত জরিমানা জমা করলে হিসাবটি পুণঃবৈধ করা হবে।
- হিসাব খোলার ১ (এক) বছর পর ক্রমাগত ৩ মাসের কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে জমা করা না হলে চতুর্থ মাসে ১৫% হারে অতিরিক্ত জরিমানা জমা করলে হিসাবটি পুণঃবৈধ করা হবে। উক্ত সুবিধা ৫ (পাঁচ) বছর মেয়াদী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ৫(পাঁচ) বার এবং ১০ (দশ) বছর মেয়াদী আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ (দশ) বার নেয়া যাবে।
- স্বয়ংক্রিয় ভাবে হিসাব বন্ধের ক্ষেত্রে সর্বশেষ কিস্তি জমার তারিখ পর্যন্ত ক্রেডিট ইউনিয়নের সঞ্চয়ী হিসাবের হারে সুদ প্রদান করা হবে। অবশিষ্ট সময়ের জন্য কোন প্রকার সুদ প্রদান করা হবে না। স্বয়ংক্রিয় ভাবে হিসাব বন্ধের ৩ (তিন) মাস পর গ্রাহককে হিসাবের স্থিতি উত্তোলন করে নেয়ার জন্য নোটিশ প্রদান করা হবে। অন্যথায় গ্রাহকের নামে কোন সঞ্চয়ী হিসাব থাকলে উক্ত সঞ্চয়ী হিসাবে আমানতের স্থিতি স্থানান্তর করা হবে।
- হিসাব খোলার পর হিসাবধারী মৃত্যুবরণ করলে মৃত্যুকালীন সময় পর্যন্ত উল্লেখিত দিনের জন্য সঞ্চয়ী হিসাবের হারে সুদ প্রদান করা হবে।
১০। বিশেষ নিয়মাবলী :
- উক্ত হিসাবের বিপরীতে কোন চেক বই প্রদান করা হবে না।
- হিসাবধারী মৃত্যুবরণ করলে মনোনীত নমিনী কর্তৃক কিস্তির টাকা জমা দেয়া যাবে না।
- উক্ত হিসাবের কিস্তি ও মেয়াদ পরিবর্তন করা যাবে না।
- হিসাব খোলার এক বছর পর জমা টাকার উপর ৮০% হারে ঋণ গ্রহণ করা যাবে এবং উক্ত ঋণের জন্য বার্ষিক ১৫% হারে সুদ প্রদান করতে হবে।
- শুধুমাত্র নিজস্ব যে কোন ঋণের ক্ষেত্রে উক্ত প্রকল্পের আমানত জামিন হিসেবে ব্যবহার করা যাবে এবং সম্পূর্ণ ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত উক্ত হিসাব বন্ধ করা যাবে না।
১১। ক্ষমতা :
ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটি যে কোন সভায় উক্ত নীতিমালা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন-বিযোজন কিংবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।